দেশের স্কুল ও কলেজ পর্যায়ে ক্রমবর্ধমান ভর্তি সমস্যা নিরসনের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ঢাকা মহানগরীসহ ছয়টি বিভাগীয় শহরে ১১টি মডেল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠার প্রকল্প গ্রহণ করে। এরই অংশ হিসেবে চট্টগ্রাম মডেল স্কুল এন্ড কলেজ ২০০৭ সালে এইচ.এস.সি প্রথম ব্যাচ ভর্তির মাধ্যমে যাত্রা শুরু করে।
বর্তমানে অত্র প্রতিষ্ঠানে স্কুল ও কলেজ শাখায় প্রায় ২৫০০ জন ছাত্র-ছাত্রী অধ্যয়নরত। চট্টগ্রাম মহানগরীর খুলশী এলাকায় দুই একর জমির উপর মনোরম প্রাকৃতিক পরিবেশ ছায়াঘেরা পাহাড়ের পাদদেশে নিজস্ব প্রাসাদোপম অট্টালিকায় প্রতিষ্ঠানটি একাডেমিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
অত্র প্রতিষ্ঠানটি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সরাসরি নিয়োগকৃত একদল, তরুণ, মেধাবী ও অভিজ্ঞ শিক্ষক সমন্বয়ে বিজ্ঞান সম্মত পাঠদান পদ্ধতি ও দক্ষ প্রশাসনিক কাঠামোতে পরিচালিত।
পর্যাপ্ত ক্লাসরুম, সমৃদ্ধ লাইব্রেরি, আধুনিক কম্পিউটার ল্যাব ও ২টি প্রজেক্টর ল্যাব, অত্যাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ বিজ্ঞানাগার ও জিমনেসিয়ামসহ সকল সুযোগ সুবিধা অত্র প্রতিষ্ঠান বিদ্যমান রয়েছে। সর্বোপরি রাজনীতি ও ধুমপান মুক্ত সুশৃঙ্খল পরিবেশে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা ও সময়োপযোগী পাঠদানে বদ্ধপরিকর চট্টগ্রাম সরকারি মডেল স্কুল এন্ড কলেজ।